চট্টগ্রামে করোনার সর্বশেষ তথ্য

0 185

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৪৮৬ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৭৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮ হাজার ৭১৬ জন।

আজ শনিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৪৮৬ জন। যার মধ্যে নগরীর ৩৬২ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২৪ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামে নগরীর ২০৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৭০ জন। চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১৮১০টি নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের করোনা শনাক্ত করা হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৯ হাজার ১০০ জন্য আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯ হাজার ৬১৬ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৭১৬ জন।

Leave A Reply

Your email address will not be published.