অগ্রিম টাকা নিয়ে ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয়: পাপন

0 486

আমরা অগ্রিম টাকা দিয়েছি ভ্যাকসিন পাওয়ার জন্য। কিন্তু অগ্রিম টাকা নিয়ে ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয়, অগ্রীম টাকা অনুযায়ী ভ্যাক্সিন আমাদের দিতে হবে। বেক্সিমকোর এমডি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা বলেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে টিকা নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।

দেশজুড়ে শুরু হওয়া গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেব রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই টিকা নেন তিনি। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নেন পাপন।

Leave A Reply

Your email address will not be published.