আগামী বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার: সেতুমন্ত্রী

0 192

দেশে করোনা পরিস্থিতিতে চলমান সর্বাত্মক লকডাউনের পর জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে গণপরিবহন চালু হতে যাচ্ছে।

শনিবার (২৪ এপ্রিল) বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ‘র কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়ালি এক মতবিনিময় সভায় এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। জনস্বার্থ বিবেচনায় গণপরিবহন চালু হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে।

তিনি বলেন, লকডাউন শিথিল করার পরও সবাইকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে বাধ্যতামূলক করতে হবে। অর্ধেক আসন খালি রেখে গণপরিবহনে যে ভাড়া নির্ধারণ করা ছিল তার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তির আওতায় আনা হবে।

Leave A Reply

Your email address will not be published.