চট্টগ্রামে ফুটপাতে পাওয়া নবজাতিকার যত্নে পুলিশ

0 415

চট্টগ্রামে ফুটপাতে পাওয়া নবজাতিকার যত্নে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে জিইসি এলাকার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের ফুটপাত থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

চট্টগ্রাম চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, আমরা শিশুটির কাপড়-চিকিৎসাসহ যা প্রয়োজন তার ব্যবস্থা করেছি। বর্তমানে নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে নবজাতিকার বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করা হবে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। আপাতত শিশুটি পুলিশের কাছে থাকবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ও সেবা যত্ন নিচ্ছি।

পুলিশ সূত্রে জানা যায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটপাতে নবজাতিকা পড়ে থাকার খবরটি জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পেয়ে নবজাতিকাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

Leave A Reply

Your email address will not be published.