দেশে ২৪ ঘন্টায় করোনার সর্বশেষ তথ্য

0 189

দেশে করোনা পরিস্থিতিতে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কয়েক সপ্তাহের ব্যবধানে দেশে বেড়েছে করোনা সংক্রমণ। একই সাথে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

গেলো ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৩ জনের মধ্যে ৫৮ জন পুরুষ এবং ২৫ জন নারী। এদের মধ্যে ৮১ জন হাসপাতালে বাকি দুজন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১০ হাজার ৯৫২ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৬৮ জন এবং নারী ২ হাজার ৮৮৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৯৫২ জনে।

আজ শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানান, এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া করোনাবিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়েছে, করোনা ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে কোন অবস্থাতেই ঘর থেকে বের হওয়া যাবে না।

Leave A Reply

Your email address will not be published.