বিআইটিআইডি হাসপাতালের জন্য বাস দিলেন অহিদ সিরাজ চৌধুরী স্বপন

0 246

চট্টগ্রাম চেম্বার পরিচালক ও চট্টগ্রাম মেট্রোপলিটন কমিউনিটি পুলিশের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের নিজ অর্থায়নে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিস, চট্টগ্রামে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াতের সুবিধার্থে ডা. নাসিরের হাতে বাসের চাবি হস্তান্তর করে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মানবেতার ফেরিওয়ালা অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

২৩ এপ্রিল শুক্রবার বিকাল ৩ ঘঠিকায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মুল ফটকের সামনে বাস হস্তান্তর করেন। এর ফলে চলমান পরিস্থিতিতে গণপরিবহন চলাচল নিষিদ্ধ হলেও বিআইটিআইডি, চট্টগ্রামে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াতে কোন অসুবিধা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সেখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা, বিশিষ্ট হাজী মোহাম্মদ শফি ও বিভিবিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ ।

সাধারণ ছুটির কারণে গণপরিবহণ বন্ধ থাকায় কর্মস্থলে যাতায়াত করতে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। এতে করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিস, চিকিৎসা সেবা ব্যঘাত ঘটতে পারে। তাই যে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এই বাসের মাধ্যেমে ভোগান্তি কমে যাবে বলে মনে করেন উপস্থিত অতিথিগণ।

এর ফলে এই সুবিধা ভোগ করতে পারবেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা । করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ছুটির কারণে গণপরিবহণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এতে করে সময় মত কর্মস্থলে যেতে পারছেন না অনেকে। তাই তাদের পরিবহন ভোগান্তি দূর করতে এ উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক করোনা সম্মুখ যোদ্ধা মানবেতার ফেরিওয়ালা অহিদ সিরাজ চৌধুরী স্বপন। ২৪ ঘণ্টা এ সুবিধা পাবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

Leave A Reply

Your email address will not be published.