সাংবাদিকদের ২কোটি টাকা সহায়তা দেয়া হবে: তথ্যমন্ত্রী

0 225

করোনা মহামারির এই সঙ্কটের সময় আরও দুই হাজার সাংবাদিককে দুই কোটি টাকা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার (২৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশে করোনার চলমান লকডাউনের মধ্যে সাংবাদিকদের সহায়তার বিষয়ে সভা হলো। আপাতত দুই হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে মোট দুই কোটি টাকা সহায়তা দেয়া হবে।

তিনি আরও বলেন, করোনা মহামারির মধ্যে যারা চাকরি হারিয়েছেন বা বেতন পাচ্ছিলেন না, তাদের সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে কল্যাণ ট্রাস্টের বৈঠক করে করোনার প্রথম ঢেউয়ে সারাদেশের এমন তিন হাজার ৩৫০ জন সাংবাদিককে দলমত নির্বিশেষ সহায়তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই অর্থবছরে আরও ২০০ সাংবাদিককে ৫০ হাজার টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেয়া হচ্ছে। ইতোমধ্যে ৪০ জনকে সহায়তা দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.