বন্ধ থাকছে গণপরিবহন চলাচল

0 255

করোনা পরিস্থতিতির কারণে দেয়া লকডাউন আগামী ২৮ এপ্রিলে শেষ হচ্ছে। তার আগেই আজ সোমবার (২৬ এপ্রিল) বিকেলে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, গণপরিবহন আরও এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৫ মে পর্যন্ত জনগণকে চলমান নির্দেশনা মেনে চলতে হবে।

এছাড়া মার্কেট ও শপিং মল সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

চলমান লকডাউন কার্যকর করতে সরকারের ১৩ দফা নির্দেশনায় বলা হয়, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্য করলে প্রশাসনকে আইনী ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.