পাঠানটুলী ও পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম চলছে

0 177

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ সকাল থেকে পাঠানটুলী ও পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে বড় নালা-নর্দমা থেকে মাটি ও আবর্জনা অপসারণ এবং মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।

চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা ও জনবল দ্বারা পরিচালিত এই অভিযান তদারক করেন ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম বাহাদুর ও ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের।

তারা এলাকাবাসীদের উদ্দেশ্যে বলেন, নালা-নর্দমা বারবার পরিষ্কার করার পরও কিছু দিনের মধ্যে তা আবার ভরাট হয়ে যাচ্ছে। এটা থেকে পরিত্রানের জন্য এলাকাবাসীকে সচেতন হতে হবে, তা না হলে প্রতিদিন সিটি কর্পোরেশনের পক্ষে নালা-নর্দমা পরিষ্কার করা সম্ভব নয়।

কাউন্সিলরগণ বলেন, নগরীতে বসবাস করতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করে নালা-নর্দমায় ময়লা-আবর্জনা ফেললে শাস্তির মুখোমুখি হতে হবে।

তারা আরো বলেন, পরিচ্ছন্নতার বিষয়টি দেখ-ভাল করার দায়িত্ব শুধু মেয়র ও কাউন্সিলরদের একার নয়, প্রত্যেক নগরবাসীরও। নাগরিক দুর্ভোগ তারাই বাড়াচ্ছেন এবং এর লাঘব তাদেরকেই করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চসিক পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী ও প্রণব শর্মা।

Leave A Reply

Your email address will not be published.