চট্টগ্রামে করোনার সর্বশেষ তথ্য

0 197

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৫০৪ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২০৮ জন।

আজ সোমবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৫০৪ জন। যার মধ্যে নগরীর ৩৭৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৪৯৭ জন। যার মধ্যে নগরীর ৩৭০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২৭ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ল্যাবে ১৩৬১টি নমুনা পরীক্ষা করলে ২০৮ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ১৫৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৪৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৯৫ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৯ হাজার ৪০০ জন্য আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯ হাজার ৬৯৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ হাজার ৯৫ জন।

Leave A Reply

Your email address will not be published.