করোনা থেকে উত্তরণে উন্নত বিশ্বকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতিসংঘ-এসকেপ ৭৭তম বার্ষিক অধিবেশনে প্রচারিত তার ধারণকৃত বিবৃতিতে প্রধানমন্ত্রী একইসঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সার্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পন্থা, দক্ষ নীতি এবং কৌশল গ্রহণের আহ্বান জানান।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়দের জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৭৭তম বার্ষিক অধিবেশনে সোমবার ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, করোনা মহামারি অনেক মানুষকে দরিদ্র করে তুলেছে। বাংলাদেশে সামাজিক সুরক্ষা বিস্তৃতি, চাকরি ধরে রাখা এবং অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য প্রায় ১ হাজার ৪৬০ কোটি টাকা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারি সারা বিশ্বের স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতিকে বিধ্বস্ত করেছে। প্রায় ২ দশমিক ৯৫ মিলিয়ন মানুষ মারা গেছে এবং প্রতিদিন আরও হাজার হাজার মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন মহামারি অনেক মানুষকে আরও দরিদ্র করে তুলেছে এবং আরও অনেককে দারিদ্র্যের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা ভাগাভাগি করে সমৃদ্ধির লক্ষ্যে সার্ক, বিমসটেক, বিবিআইএন, বিসিআইএম-ইসি এবং ত্রিপক্ষীয় উদ্যোগের যুক্ত রয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও কার্যকর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃষ্টি দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে টেকসই প্রত্যাবাসনের দিকে মনোনিবেশ এবং যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার প্রতি আহ্বান জানান।