বাকলিয়া সাদেক শাহ (র.)’র মাজার এলাকায় মশকনিধন অভিযান
নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের নির্দেশনায় রবিবার (২৫ এপ্রিল) বিকেলে ওয়ার্ডের পুরনো বোর্ড অফিস ও সাদেক শাহ (র.) এর মাজার এলাকায় মশকনিধন অভিযান চালানো হয়। মশকনিধন অভিযান চালানো কালে কাউন্সিলর শহিদ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা নিজের বাড়ির আঙিনা, আশপাশ পুকুর জলাশয় পরিষ্কার রাখুন। পাশের নালা খালে কোন বর্জ্য ও আবর্জনা ফেলবেন না। এতে মশার প্রজনন বৃদ্ধি পায় ও পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই নগরীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
এসময় তরুণ সমাজসেবক মোহাম্মদ মাঈনুল কামাল, আওয়ামী লীগ নেতা এস এম আজিজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিম দেওয়ান, নিজাম খান, যুবলীগ নেতা আফজাল হোসেন, মানিক রাজ, শ্রমিক লীগের ইমন খান, বাকলিয়া থানা ছাত্রলীগের সদস্য আবরার হাবিব, মোহাম্মদ তৌহিদ রিয়াদ,১৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবু সালমিন তানভির প্রমুখ উপস্থিত ছিলেন।