মাস্ক না পরে বের হওয়ায় চসিক ভ্রাম্যমাণ আদালতের  জরিমানা

0 616

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৬ এপ্রিল সোমবার নগরীর টাইগার পাস, লালখান বাজার, ওয়াসা, দামপাড়া ও আমবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনাকালে করোনা ভাইরাস রোধে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করেন এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় করোনা ভাইরাস রোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি লংঘন করে মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১হাজার ৯ শত টাকা জরিমাণা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.