ভারতে ২৪ ঘণ্টায় ২৮১২ জনের মৃত্যু

0 188
স্বামীকে বাাঁচাতে মুখে মুখ রেখে প্রাণপণ চেষ্টার পরও ব্যর্থ হয় স্ত্রী

করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ২৮১২ জনের মৃত্যু হয়েছে যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু।  এ নিয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১২৩ জনে। এর আগের দিন ২৫ এপ্রিল করোনায় দেশটিতে ২৭৬৭ জনের মৃত্যু হয়। সোমবার (২৬ এপ্রিল) দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিকে করোনা আক্রান্ত স্বামীকে বাঁচতে এক স্ত্রীর প্রাণপণ চেষ্টার ছবি দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।  জানা যায়, করোনা আক্রান্ত স্বামী রবি সিংঘলের প্রবল শ্বাসকষ্ট শুরু হতে তাকে নিয়ে অটোরিক্সায় করে হাসপাতালের উদ্দেশে রওনা হন আগ্রার রেনু সিংঘল। কিন্তু পথে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় স্বামীকে বাঁচাতে নিরুপায় স্ত্রী মুখে মুখ দিয়ে শ্বাস দিয়ে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। সোমবার হাসপাতালের বাইরে রেণুর কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়েন তার স্বামী রবি সিংঘল।

স্বামীকে বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা রেণুর এ মরিয়া প্রচেষ্টার ছবি দেশটির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফুটে উঠছে ভারতে দ্বিতীয় দফায় মহামারি করোনার প্রকোপে কোভিড রোগীদের করুণ দশার ছবি।

পুলিশ জানিয়েছে, আবাস বিকাশ সেক্টরের বাসিন্দা রবি সিংঘলের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়েছিলেন রেণু। অটোরিক্সায় করে তড়িঘড়ি পৌঁছাতে চেয়েছিলেন সরোজিনী নাইডু মেডিকেল কলেজ ও হাসপাতালে।

তবে সেই সরকারি হাসপাতালে ভর্তি করানোর আগেই রবির শ্বাসকষ্টের সমস্যা গুরুতর হতে শুরু করে। আর তাই স্বামীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে অটোর মধ্যেই তাকে কৃত্রিম উপায় বাঁচানোর চেষ্টা শুরু করেন স্ত্রী রেণু। তবে তিনি স্বামীকে বাঁচাতে পারেননি।

দ্বিতীয় দফায় করোনার প্রকোপে ভারতের অবস্থা কতটা বিপর্যস্ত তার একটা ভয়বাহ দৃশ্য হয়ে উঠেছে এই ছবি। ভারতে করোনা আক্রান্তের হার এবং মৃত্যু প্রতিদিনই আগের দিনের চেয়ে বাড়ছে। এরমধ্যে দেশটিতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। ফলে করোনা প্রতিরোধে নানামুখী চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে ভারতকে।

Leave A Reply

Your email address will not be published.