প্রতিটি করোনা রোগীর জন্য আইসিইউতে সরকারের ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা

0 161

আইসিইউতে থাকা প্রতিটি করোনা রোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা। আর একজন সাধারণ রোগীর জন্য ১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ‘ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় করোনা রোগীর জন্য আড়াই হাজার বেড ছিল। এখন সাত হাজার বেড আছে। টিবি হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটেও করোনা চিকিৎসা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন,আমরা টিকা পেতে কেবল সেরামের সঙ্গেই যোগাযোগ করছি না। চীন ও রাশিয়ার সঙ্গেও যোগাযোগ চলছে। আশা করা যায়, টিকার কোনো সংকট হবে না। সেরাম ইন্সটিটিউট থেকে কেনা টিকা পেতে ভারত সরকারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন আমরা দ্রুত টিকা পাবো।

Leave A Reply

Your email address will not be published.