রাতে খালেদা জিয়াকে নেয়া হবে হাসপাতালে

0 207

করোনা সংক্রমণে আক্রান্ত হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। মঙ্গলবার রাত আটটায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হবে।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে, দ্বিতীয় দফা করোনা পজিটিভ হওয়ার পর গত দুইদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমে কোনো তথ্য দেননি তার চিকিৎসকরা।

খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার বলেন, রাত ৮টা থেকে ৯টার মধ্যে ম্যাডামকে হাসপাতালে নেওয়া হবে। সে অনুযায়ী পুলিশকে ব্যবস্থা নিতে আমরা চিঠি দিয়েছি।

গতকাল (সোমবার) রাত ১১টার দিকে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার বাসায় যান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ম্যাডামকে আজ হাসপাতালে নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.