রাউজান পৌর এলাকায় মশকনিধন অভিযান

0 412

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর আহ্বানে ২৭ এপ্রিল মঙ্গলবার রাউজান পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশকনিধন অভিযান চালানো হয়।

মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

এই সময় তিনি বলেন, প্রত্যেকে নিজের বাড়ির আঙ্গিনা, পুকুর, জলাশয় ও আশপাশ পরিষ্কার রাখুন। আপনার বাড়ির বর্জ্য নালা-নর্দমা কিংবা যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। যেখানে সেখানে নালা-নর্দমায় ময়লা আবর্জনা ফেললে তাতে পানি চলাচলে বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মশার প্রজনন বৃদ্ধি পেয়ে ডেঙ্গু-ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ ছড়ায়। তাই রাউজান পৌর এলাকাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে পৌরবাসীর সহযোগিতা চাই।

তিনি আরো বলেন, আমরা সবাই পরিচ্ছন্নতার বিষয়টি নিজ নিজ জায়গা থেকে দেখাশোনা করলে রাউজান পৌরসভা গ্রিন এবং ক্লিন এলাকা হিসেবে সারাদেশের কাছে পরিচিতি লাভ করবে।

এ সময় রাউজান পৌরসভার কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.