স্বাস্থ্য সুরক্ষা মেনেই ক্রয়-বিক্রয় করতে হবে: আইজিপি

0 483

করোনার এই সময়ে দোকানদার ও ক্রেতা উভয়কে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানপাট ও শপিং মলে স্বাস্থ্য সুরক্ষা মেনে ক্রয়-বিক্রয় করার জন্য ব্যবসায়ী, দোকান মালিক এবং ক্রেতা সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে আয়োজিত করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে করণীয় সম্পর্কে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সদর সফতরের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা (এসিপি) অনলাইনে যুক্ত ছিলেন।

তিনি বলেন, সবাই সরকারি বিধি-নিষেধ মেনে চললে করোনা সংক্রমণ ও মৃত্যুর হারও কমবে। করোনাকালে জীবন চালাতে হবে, আবার জীবিকাও চালাতে হবে। সমন্বয় করে আমাদের চলতে হবে।

আইজিপি বলেন, দোকান বা শপিংমলের প্রবেশপথে স্যানিটাইজার বা হাত ধোঁয়ার ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে প্রবেশের সময় তাপমাত্রা পরীক্ষা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.