চসিকের ভ্রাম্যমান আদালত অভিযান: ২ হাজার ৮শত টাকা জরিমানা

0 181

লকডাউন ও পবিত্র রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখার লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার (২৭এপ্রিল)  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ডবলমুরিং থানাধীন কর্ণফুলী মার্কেট কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট মুদি, মাংস, মুরগী ও মাছসহ বিভিন্ন দ্রব্য সামগ্রীর দোকানে প্রদর্শিত স্থানে মূল্য তালিকা প্রত্যক্ষ করেন।

এছাড়া আদালত আগ্রাবাদস্থ লাকী প্লাজা মার্কেট সহ শেখ মুজিব রোড, বেপারীপাড়া, এক্সেস রোড ও বাদামতলী মোড় এলাকায় করোনা ভাইরাস রোধে জনসাধরনকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করেন এবং উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।

এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে এবং করোনা ভাইরাস রোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ১৪ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২ হাজার ৮শত টাকা জরিমান আদায় করা হয়।

আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.