চট্টগ্রামে করোনার সর্বশেষ তথ্য

0 155

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৫০৮ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২০৫ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৪৫ জন।

বুধবার (২৮এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৫০৮ জন। এর মধ্যে নগরীর ৩৭৭ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৪৯৭ জন। যার মধ্যে নগরীর ৩৭০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২৭ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১৬৬২টি নমুনা পরীক্ষা করে ২০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রামে নগরীর ১৬৪ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৪১ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৫৪৫ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৯ হাজার ৭৪৩ জন্য আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯ হাজার ৮০২ জন।

Leave A Reply

Your email address will not be published.