রাউজানে তৃতীয় দিনের মতো কৃষকের ধান কেটে দিলেন রাউজান আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন

0 233

দেশের করোনা পরস্থিতিতে রাউজানের গণমানুষের নেতা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশে রাউজানে তৃতীয় দিনের মতো কৃষকের ধান কাটে দিলেন রাউজান উপজলো আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

২৭ এপ্রিল মঙ্গলবার রাউজান উপজলো আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যাগে ধান কাটা ও একই সাথে পুরাতন কাঁশখালী খাল নামে একটি খাল খনন উদ্বোধন করনে রাউজান উপজলো যুবলীগরে সভাপতি রাউজান পৌরসভার ময়ের জমরি উদ্দনি পারভজে।

এসময় উপস্থতি ছলিনে রাউজান উপজলো আওয়ামীলীগরে সাংগঠনকি সম্পাদক কাউন্সলির জানে আলম জনি, উপজলো যুবলীগ নেতা ফোরকান উদ্দিন টিপু, উজ্জ্বল দাশ গুপ্ত, সাবের হোসনে, পৌর যুবলীগ নেতা আবু ছালেক, উপজলো ছাত্রলীগরে সভাপতি জল্লিুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসনে চৌধুরী পবিলু, ছাত্রলীগ নতো নাছরি উদ্দনি, আরমান সকিদার, ফয়সাল মাহামুদ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগরে নতেৃবৃন্দরা।

ধান কাটা উদ্বোধন শষে ময়ের জমরি উদ্দনি পারভজে চার কৃষককে ধান মাড়াই ও কাটা ধান ঘরে তোলার খরচ বাবদ নগদ র্অথ প্রদান করনে।

Leave A Reply

Your email address will not be published.