মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার

0 232
মুফতি হারুন ইজহার

বরেণ্য আলেম হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সাহিত্য ও গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) একটি টিম নগরের লালখান বাজার মাদরাসা থেকে তাকে আটক করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, র‌্যাবের একটি টিম হারুন ইজহারকে আটক করেছে। তবে সেই টিম চট্টগ্রামের না ঢাকার তা নিশ্চিত করেননি।

এদিকে, রাত ১টার দিকে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, হারুন ইজহারকে র‌্যাব তুলে নিয়ে গেছে।

Leave A Reply

Your email address will not be published.