কওমীপন্থীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

0 403

কওমীপন্থীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনাসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশের ইসলামি ফ্রন্ট।

আজ চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব স. উ. ম. আবদুস সামাদ।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতির জন্য হেফাজত যতটুকু দায়ী, তেমন সরকারও দায় এড়াতে পারে না।

জঙ্গিবাদিদের প্রতি কঠোর না হওয়ায় তারা মাথাচাড়া দিয়ে উঠার সাহস পেয়েছে। কওমীদের দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা প্রদান করা দেশ ও জাতির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলন হেফাজত ইসলামকে নিষিদ্ধ, তাদের অর্থ ও মদদদাতাদের বিচারের আওতায় আনা, খেলাফত মজলিসের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধসহ ৭ দফা দাবি উপস্থাপন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.