চট্টগ্রামে করোনার সর্বশেষ তথ্য

0 176

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৫২৪ জন।নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৮৫ জন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৯০ জন।

শনিবার (১ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনসহ করোনায় চট্টগ্রামে মোট ৫২৪ জন মারা গেছেন। যার মধ্যে নগরীর ৩৮৯ জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৩৫ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করে ১৮৫ জনের করোনা শনাক্ত করা হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ১৩০ জন এবং বিভিন্ন উপজেলার ৫৫ জন রয়েছেন। মোট শনাক্তের হিসাবে রয়েছেন চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ১৪৫ জন আর বিভিন্ন উপজেলার ৯ হাজার ৯৪৫ জন।

Leave A Reply

Your email address will not be published.