চট্টগ্রামে করোনার সর্বশেষ তথ্য

0 165

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৫২৮ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮৪ জন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ১৭৪ জন।

রবিবার (২ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫২৮ জনের। যার মধ্যে নগরীর ৩৯১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৩৭ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৫টি ল্যাবে ৮৩১টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৭ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৭ জন। করোনায় আক্রান্ত চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ২১২ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯ হাজার ৯৬২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ১৭৪ জন।

Leave A Reply

Your email address will not be published.