মেয়রের সাথে সৌজন্য সাক্ষাতে চসিক ক্রীড়া একাদশ নেতৃবৃন্দ

0 284

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে আজ রোববার (২ মে ) দুপুরে সিটি কর্পোরেশন ক্রীড়া একাদশের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে মেয়র ক্রীড়া একাদশ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নাগরিক সেবা কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহন করে। ক্রীড়া ক্ষেত্রে কর্পোরেশনের ব্যয়ের লক্ষ্য হলো সুনাম অর্জন। আর এই সুনাম অর্জিত হবে ক্রীড়াঙ্গনের সাফল্যে উপর। কর্পোরেশন খেলোয়াড় হিসেবে অনেককে বিভিন্ন দপ্তরে চাকরি দিয়েছে। কাজেই ক্রীড়া নৈপুন্যের মাধ্যমে চসিক ক্রীড়া একাদশের খেলোয়াড় কর্পোরেশনের ভাবমুর্তি উজ্জল করবেন এটাই প্রত্যাশা।

এ সময় ক্রীড়া স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও চসিক ক্রীড়া একাদশের চেয়ারম্যান কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, একাদশ সম্পাদক আলী আকবর, কোষাধ্যক্ষ্য মো. মহিউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক সানি, সিনিয়র খেলোয়াড় শামি বিল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) এর সভাপতি ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.