এবারে ঈদের ছুটিতে তিন দিনের বাইরে কোন বন্ধ থাকছে না
আগামী ১৪ মে শুক্রবার ঈদ হতে পারে। অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়েছে। আরেক দিন বৃহস্পতিবার।
সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে । ঈদুল ফিতরের সময় শিল্প-কারখানায় তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না ।
তিনি বলেন, সরকারি অফিস বন্ধ থাকার বিষয়ে যেগুলো যেভাবে আছে, সেগুলো সেভাবেই থাকবে। বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না।