মেসি ম্যাজিকে উড়ে গেল ভ্যালেন্সিয়া

0 261

লিগ ম্যাচে হার, ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় শেষ তিন ম্যাচের একটিতেও জিততে পারেননি মেসিরা। সেই দুই ড্র কিংবা এক হারের পুনরাবৃত্তি সোমাবার রাতের ম্যাচ হলেই লিগ থেকেই ছিটকে যেতো কোম্যানের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে যখন গোলটা হজম করল বার্সা, সে শঙ্কা আরও বড় হয়ে দেখা দিয়েছিলো দলটির সামনে। এর আগে ম্যাচের শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিলো বার্সা, শুরুতে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে সুযোগ নষ্ট করেন পেদ্রি গন্জালেজ। এরকিছু পর ফ্রি কিকে মাথা রোনাল্ড আরাউহের ফ্লিক সরাসরি গিয়ে জমা পড়ে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ইয়াসপার সিলেসেনের হাতে।

তবে বার্সার প্রতম গোলটা মেসির ক্রস অবৈধভাবে থামিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সিলেসেনকে। ফিরতি চেষ্টায় পেদ্রির শটও প্রতিহত হয় গোলরেখা থেকে। এরপর ফাঁকায় থেকে মেসি বলটা জালে জড়ান, আর সমতায় ফেরে বার্সা।

মাত্র ছয় মিনিটের মাথায় এগিয়ে গেল বার্সা, অ্যান্টোয়ান গ্রিজমান গোলে লিড পায় বার্সা। এর ছয় মিনিট পর আবারো ফ্রি কিক পায় বার্সা, লিওনেল মেসির দুর্দান্ত এক ফ্রি কিকে ৩-২ গোলে এগিয়ে যায় বার্সা। মেসির জোড়া গোলেই জয় এনে দেয় বার্সাকে। এই জয়ের ফলে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে বার্সালোনা আছে তালিকায় তিনে।

Leave A Reply

Your email address will not be published.