সকলের সহযোগিতায় সুন্দর নগরী গড়তে চাই: চসিক মেয়র

0 149

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আজ সোমবার ১২নং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, রমজান মাস রহমতের মাস। এ মাসেই আল্লাহ তায়ালা কোরআন নাজিল করেছেন, এ মাসেই তিনি গুনাহ মাফ করেন। এই গুনাহ থেকে পরিত্রাণে ইবাদত-বন্দেগী করতে হবে এবং কী কারণে করোনা মহামারি আঘাত করলো তা উপলব্ধি করে পাপ ও অনাচার থেকে দূরে থাকতে হবে।

মেয়র বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে ৫বছরের জন্য নির্বাচিত করেছেন। আমি আমার মেয়াদকালে সকলের পরামর্শ নিয়ে চট্টগ্রামকে সুন্দর নগরী হিসেবে সাজাতে চাই।

তিনি আরো বলেন, সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কঠোর লকডাউন দিয়ে কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। এতে সমাজের নিন্ম ও প্রান্তিক শ্রেণী জনগোষ্ঠির কষ্ট ও দুগর্তি বেড়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আড়াই হাজার টাকা করে প্রনোদনা দেয়া হচ্ছে। তবুও বিত্তবানদের এ ধরণের সংকটে মানবিক দায়িত্ববোধ হিসেবে এগিয়ে আসতে হবে।

ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিনের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লায়ন এস. শওকত আলী, ডা. নুরুল ইসলাম, আবু ছৈয়দ খান, হেলাল উল্লাহ, মো. আমজাদ, মো. শাহজাহান, আবু সাঈদ, মো. রাজিব, মুজিবুর রহমান, আবুল হাসান, ফোরকানুল আলম রানা, সাইদুল হাবিব, ইঞ্জি. তাহের খান, মো. ফারুক, আলী আকবর ও মো. আশরাফ।

Leave A Reply

Your email address will not be published.