চট্টগ্রামে করোনার সর্বশেষ তথ্য

0 174

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৫৪৫ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৪২ জন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৬২০ জন।

বুধবার (৫ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৪৫ জনের। যার মধ্যে নগরীর ৪০৪ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪১ জন ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৮ ও কক্সবাজারের ১টি ল্যাবে এক হাজার ৪টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ১১৩ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৬২০ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ৫৪৯ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৭১ জন করোনা রোগী নতুন করে সনাক্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.