রাউজান শেখ রাসেল স্মৃতি সংসদের ত্রাণ সামগ্রী বিতরণ

0 170

করোনাভাইরাস মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে রাউজানের মাটি ও মানুষের নেতা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় গত ৩ মে সফলভাবে সম্পন্ন হল রাউজানের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শেখ রাসেল স্মৃতি সংসদের ত্রাণ বিতরণ কর্মসূচি।

সংসদের সভাপতি মুহাম্মদ এরশাদের সভাপতিত্বে এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাউজান শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ।

এতে বিশেষ অতিথি ছিলেন সংসদের উপদেষ্টা ও রাউজান আওয়ামী লীগের সহ সভাতি স্বপন দাশগুপ্ত, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জানে আ্লম জনি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দিপু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি রানা, পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, সেন্ট্রাল বয়েস অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ নকিব প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.