অবসর নিলেন থিসারা পেরেরা
শ্রীলঙ্কান অল-রাউন্ডার থিসারা পেরেরা হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকলেও মাত্র ৩২ বছর বয়সে জাতীয় দল থেকে থিসারার এই অবসর ঘোষণায় সবাই হতবাক। অবশেষে আকস্মিক অবসরের কারণ জানালেন থিসারা।
ইএসপিএন ক্রিকইনফো’কে দেওয়া এক সাক্ষাতকারে থিসারা বলেন, শ্রীলঙ্কার হয়ে ১২ বছর খেলেছি। আমি মনে করি এখন তরুণদের সুযোগ দেওয়া উচিৎ। বিশ্বকাপের আগে তরুণদের সুযোগ দিতেই অবসর নিয়েছি।
২০২৩ সালে একটি ওয়ানডে বিশ্বকাপও আছে, আর টি-টোয়েন্টি বিশ্বকাপের তো মাত্র কয়েক মাস বাকি। এখন অন্য কেউ আমার জায়গায় সুযোগ পাবে।
শেষের দিকে ব্যাট হাতে রান তোলায় থিসারার জুড়ি ছিল না। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অন্তত ২ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ১১২.০৮ স্ট্রাইকরেটের মালিক থিসারা পেরেরা।
লঙ্কান দলের হয়ে ৬ টেস্টে ২০৩ রান ও ১১ উইকেট, ১৬৬ ওয়ানডেতে ২৩৩৮ রান ও ১৭৫ উইকেট, আর ৮৪ টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ১২০৪ রান ও বল হাতে শিকার ৫১ উইকেট। তার আকস্মিক অবসরে বিশ্বকাপ দল নিয়ে নতুন করে ভাবতে হবে লঙ্কানদের।