ভারতফেরত ১০ জনকে  চমেক হাসপাতালে ভর্তি

0 524

করোনাভাইরাস মোকাবেলায় রীতিমত হিমশিম খাওয়া ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরে আসা দেশের ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সবাই করোনা আক্রান্ত কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ভারত থেকে কিছুসংখ্যক লোক গত ৪ মে যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে আসলে তাদের সবাইকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।  পরবর্তীতে ৬ মে তাদের সবাইকে নিজ নিজ জেলা হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে বন্দরনগরী চট্টগ্রাম জেলার ১০ জনকে শুক্রবার (৭ মে) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, এদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চন্দনাইশের জাকারিয়া (৩৪), ফটিকছড়ির রহিমা বেগম (৪৬) ও কর্ণফুলীর শিকলবাহা এলাকার পারভিন আক্তারকে (৪১) ১৬ নম্বর ওয়ার্ডে  এবং পটিয়ার রেজাউল করিম রাজু (২৪), চন্দনাইশের হাসমত আরা বেগম (৫২) ও আয়শা সুলতানা (২৪), ফটিকছড়ির ইকবাল হোসেন (২৪) ও রমজান আলী (২১), কর্ণফুলীর আনিছুর রহমান (৫১) ও ফাহমিদা ইয়াসমিনকে (১৯) ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

Leave A Reply

Your email address will not be published.