বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ

0 284

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন আজ। ১২৬৮ বঙ্গাব্দের এ দিনে কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভাদের একজন।

দেশে করোনা পরিস্থিতির কারণে কবির জন্মদিন উপলক্ষে এবার আনুষ্ঠানিকভাবে তেমন কোনো আয়োজন হচ্ছে না। তবে সরকারি ও বেসরকারি বেতার-টেলিভিশনে কবি স্মরণে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ বছরের জীবনে সাহিত্যের প্রায় সকল শাখায় রয়েছে সার্থক যাতায়াত। গল্প-কবিতা-উপন্যাসের পাশাপাশি অসংখ্য ছবি যেমন এঁকেছেন, তেমনি সৃষ্টি করেছেন ২ হাজারের বেশি গান। তার কালজয়ী সাহিত্যকর্ম ও গানে অমর হয়ে থাকবে।

Leave A Reply

Your email address will not be published.