চট্টগ্রামে করোনার সর্বশেষ তথ্য

0 199

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৫৬৩ জন। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৪ জন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৯৩ জন।

রোববার (৯ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। যার মধ্যে নগরীর ৪১৬ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৪৭ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ১৯৭টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৫ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৯৩ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪০ হাজার ৯১১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ১৮২ জন।

Leave A Reply

Your email address will not be published.