ক‌রোনায় মারা যাওয়া ভারতীয়‌দের জন্য শোক ও প্রার্থনা জা‌নি‌য়ে‌ছেন শেখ হাসিনা

0 184

বৈশ্বিক মহামারি ক‌রোনা দ্বিতীয় ঢেউয়ে বেশ ক‌ঠিন সময় পার কর‌ছে প্রতিবেশী দেশ ভারত। প্রতিদিন দেশ‌টি‌র কয়েক হাজার মানুষের মৃত্যুর খবর আসছে গণমাধ্যমে। লাশের মিছিলে তিল ধারণের ঠাঁই নেই ভারতে। ক‌রোনায় মারা যাওয়া ভারতীয়‌দের জন‌্য শোক ও প্রার্থনা জা‌নি‌য়ে‌ দেশ‌টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি‌কে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানা‌নো হয়।

এতে বলা হয়, চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশ একস‌ঙ্গে ক‌রো‌না মহামারি মোকা‌বিলার বিষ‌য়ে অঙ্গীকার ব‌্যক্ত ক‌রেন বঙ্গবন্ধুকন‌্যা।

Leave A Reply

Your email address will not be published.