শিমুলিয়া ঘাটে যাত্রীর ভীড়, ৩ হাজার যাত্রী নিয়ে ছেড়ে গেলো যমুনা

0 204

ঈদকে সামনে রেখে ফেরি ঘাটে মানুষের উপচেপড়া ভীড়। মুন্সিগঞ্জের শিমুলিয়ার ঘাটে এমন দৃশ্য দেখা যায়। একদিকে দূরপাল্লার গাড়ি বন্ধ, অন্যদিকে মানুষের বাড়ি ফেরার টান। কোন বাধাই যেন তাদের হার মানাতে পারবে না। নানান কষ্ট ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ।

আজ সোমবার (১০ মে) সকাল ১০টার দিকে ৩ হাজার যাত্রী এবং দুটি অ্যাম্বুলেন্স নিয়ে ২ নং ঘাট ছেড়ে গেছে ফেরি যমুনা।

জানা গেছে, মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরমুখো মানুষের স্রোত রোধ করতে ঘাটের প্রবেশ মুখে গাড়ি দিয়ে ব্যারিকেড দেয়। কিন্তু যাত্রীরা সেই ব্যারিকেড ভেঙে এক কিলোমিটার পথ হেঁটে ঘাটে জমা হয়।

এ বিষয়ে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। অতিরিক্ত যাত্রীর চাপে সকাল ১০টার দিকে দুটি অ্যাম্বুলেন্স ও ৩ হাজার যাত্রী নিয়ে ফেরি যমুনা বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।

Leave A Reply

Your email address will not be published.