পথ শিশুদের মাঝে ছালেহ আহমদ ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

0 303

আমাদের চারপাশে সুবিধাবঞ্চিত অনেক শিশু আছে যাদের ঈদ কাটে জরাজীর্ণ পোষাকেই। আমরা তাদের নিয়ে ভাবি না। অনেকেই তাদের দেখেও না দেখার ভান করে বিরক্তি নিয়ে পাশ কাটাই। এরাও সমাজের একটা অংশ। এদেরও পাবার ইচ্ছা থাকলেও পেরে ওঠে না। যাদের জীবনে ঈদের আনন্দ আসি আসি করেও ধরা দেয় না, সেই মানুষগুলোর সাথে ঈদের আনন্দ খানিকটা ভাগাভাগি করে নিতে আমাদের এই এগিয়ে আসা। তাদের মুখে হাসি ফুটলেই দেশের মুখে হাসি ফোটে। গত ৯ মে রবিবার নগরীর পুরাতন রেল স্টেশনে সুবিধাবঞ্চিত এতিম, অসহায় পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণকালে উত্তর রাঙ্গুনিয়া  আলহাজ্ব ছালেহ আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ শাহাব উদ্দিন উপরোক্ত মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য আলমগীর ইসলাম বঈদী, আলা হযরত ইসলামী মিশনের পরিচালক কে.এম নুরুদ্দিন চৌধুরী, সাজিদ আলী পাবলিকেশনের পরিচালক শামসুদ্দিন রাজু, মুহাম্মদ আসিফুর রহমান, খোরশেদুল আলম, মুহাম্মদ মুন্না, মুহাম্মদ রেজা, মুহাম্মদ আরমান, শাকিব, ইসতিয়াক আজাদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.