করোনাকালে গরিব ও দুঃস্থদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে

0 253
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উত্তর সর্তা শাখার উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান সহ নেতৃবৃন্দ।

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান বলেন, করোনা মহামারীর মত দুর্যোগের সময়ে বিত্তবানদেরকে গরিব দুস্থ মানুষের জীবনযাত্রার উন্নয়নে দুই হস্তকে প্রসারিত করতে হবে। করোনা মহামারীর প্রকোপ আবারো দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়াছে। এ কঠিন সময়ে জাতিকে বাঁচাতে প্রয়োজন সম্মিলিত মানবিক উদ্যোগ। গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ঘোষিত দেড় লক্ষ পরিবারকে সহায়তা প্রদানের অংশ হিসেবে ৯ মে  রবিবার রাউজান উত্তর সর্তা খানক্বাহ্ শরীফে গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখা, খানক্বাহ্ এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ও ওমদা মিয়া নূরানী কমপ্লেক্সের যৌথ ব্যবস্থাপনায় ২৩০টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মাস্টার মুহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান। মাস্টার মুহাম্মদ রফিকুল আলম সিকদার এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হলদিয়া ইউনিয়ন সভাপতি মাস্টার মুহাম্মদ হোসাইন। প্রধান বক্তা ছিলেন  সহ সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াস তাহেরি,  উপদেষ্টা আবু সওদাগর, সামশুল আলম, সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান, মুহাম্মদ জাফর, মুহাম্মদ কুদ্দুস, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ সাহাবু, মুহাম্মদ সামশুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু, মুহাম্মদ আবু কাউসার সোহেল, মুহাম্মদ মাসুদ পারভেজ, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ জিয়াউল হায়দার, মুহাম্মদ আবুল হাশেম, মুহাম্মদ আমানুল হোসেন, মুহাম্মদ সাকিব প্রমুখ।

 

 

Leave A Reply

Your email address will not be published.