বাকলিয়ায় ১’শ পরিবারকে ঈদ উপহার দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

0 601
বাকিলয়ায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল’র পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করছেন কাউন্সিলর শহিদুল আলম

পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মঙ্গলবার (১১ মে) সকালে ১’শ পারিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল’র পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে । উপমন্ত্রীর ব্যক্তিগত তরফ থেকে এই ঈদ উপহার দেয়া হয়। পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার এবং প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম প্রধান অতিথি থেকে প্রত্যেকের হাতে এই উপহার তুলে দেন।

এই উপলক্ষে কাউন্সিলর শহিদুল আলমের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদুল আলম বলেন গত বছরের মার্চ থেকে করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী বিশেষ পরিস্থিতি বিরজ করছে। এরপরও সরকারের সহায়তা  ও উদ্যোগের কারণে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিস্থিতি বিশ্বের অন্যান্য জায়গার চেয়ে ভাল আছে।

তিনি বলেন, চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর ন্যায় তাঁর সুযোগ্য সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল’র দেয়া ঈদ উপহার এই দুর্দিনে ১’শ পরিবারের মাঝে আশার সঞ্চার করেছে। মন্ত্রীর এই সহায়তায় বাকলিয়াবাসীর পক্ষ থেকে আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।  আশাকরি আগামীতেও তিনি তাঁর এধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখবেন। শহীদ এলাকাবাসীকে স্বাস্থ্যবধিি  মনেে ঈদ উদ যাপনের আহবান জানান।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মুছা, মোজাফফর আহমদ, কামাল আহমদ,মুজিবুর রহমান,হোসেন সরওয়ার্দী, মিজানুর রহমান,সাইফুল ইসলাম, নাজিম দেওয়ান, সেলিম রেজা, মো.শুক্কুর,ওমর ফারুক সনেট,সমর দাশ, মো.আলমগীর,সমশের নাহিদ রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.