ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেনকে সংবর্ধনা
ক্রীড়া ডেস্ক :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করেছেন উক্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে আখতার হোসেনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘বর্তমান সরকারের সঠিক ও সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাশ্ববর্তী দেশ ভারতসহ সারা বিশ্ব যখন করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে, তখন জীবন ও জীবিকার অপূর্ব সমন্বয়ের মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শুধু করোনা নিয়ন্ত্রণেই সফল নেন, তিনি দেশের সকল উন্নয়ন কর্মযজ্ঞ সফলভাবে বাস্তবায়ন করে চলেছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগাপ্রজেক্টসহ সকল অবকাঠামোগত উন্নয়ন যেমন অব্যাহত রয়েছে তেমনিভাবে ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করে চলেছেন।’
প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভালো কাজের স্বীকৃতি।’
এসময়ে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীকে আন্তরিকভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের চলমান কর্মসূচি বেগবান করার মধ্যে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।