রাউজান পৌরসভা এ গ্রেডের পৌরসভা- মোহাম্মদ বদিউল আলম
রাউজান প্রতিনিধি:
চট্টগ্রাম স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ বদিউল আলম রাউজান পৌরসভার বিভিন্ন কাজের পরিদর্শনে আসেন গতকাল ( ৭জুন ) সোমবার দুপুর ১২ টায়। এ উপলক্ষে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র ও কাউন্সিলরদের সাথে নিয়ে এক সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ বদিউল আলম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক (চট্টগ্রাম ) মোহাম্মদ বদিউল আলম পৌরসভার বিভিন্ন কাজের পরিদর্শন শেষে পৌরসভার ভূয়সী প্রশংসা করে বলেন, রাউজান পৌরসভা (এ গ্রেডের) পৌরসভা।
পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এতে রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট জোনায়েদ কবির সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার নেওয়াজ মোরশেদ, কাউন্সিলর কাজী ইকবাল, জানে আলম জনি, কাজী শওকত হাসান, জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আজাদ হোসেন, মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ নাসিমা আক্তার, মহিলা কাউন্সলর জেবুন্নেছা আক্তার, জান্নাতুল ফেরদৌস ডলি, সাংবাদিক শফিউল আলম, প্রদীপ শীল, নেজাম উদ্দিন রানা, যুবলীগ নেতা ছাবের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।