পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুসার মেয়াদ বাড়ল

0 189

নিজস্ব প্রতিবেদক :

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ও সড়ক) শাহ মোহাম্মদ মুসার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর সাত মাস বাড়ল।

তার মেয়াদ বাড়িয়ে বুধবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগের চুক্তিভিত্তিক নিয়োগের শর্তে গত ৩০ মে বা যোগদানের তারিখ থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।

আরেক আদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ডা. নারায়ণ চন্দ্র সাহা। আগামী ১৪ জুন অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহার অবসরে যাওয়ার কথা। তার অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১৫ জুন বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

একই সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম-পরিচালক কাম অধ্যাপক পদে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. বদরুল আলম মণ্ডল। আগামী ৩০ জুন অবসরে যাওয়ার কথা তার। বদরুল আলমের অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১ জুলাই বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.