রাউজান উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সম্পন্ন

0 440

রাউজান প্রতিনিধি:

রাউজান উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সম্পন্ন হলো। গত বুধবার ( ৯জুন )  সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উপজেলার আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) এর মাননীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।

আয়োজিত সভায় অন‍্যন‍্যাদের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, পূর্ব গুজরা ইউনিয়ন এর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, হলদিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বিনাজুরী ইউনিয়নের সুকুমার বড়ুয়া, নোয়াজিষপুর ইউনিয়নের লায়ন এম সরোয়ার্দী সিকদার, রাউজান ইউনিয়নের বি এম জসিম উদ্দিন হিরু, পশ্চিম গুজরা ইউনিয়নের লায়ন সাহাবুদ্দিন আরিফ, গহিরা ইউনিয়নের আলহাজ্ব নুরুল আবচার বাশি, কদলপুর ইউনিয়নের মোহাম্মদ তছলিম উদ্দিন চৌধুরী, চিকদাইর ইউনিয়নের বাবু প্রিয়তোষ চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার, উরকিরচর ইউনিয়নের আব্দুল জব্বার সোহেল, পাহাড়তলী ইউনিয়নের রোকন উদ্দিন চৌধুরীসহ উপজেলা পরিষদের অন‍্যন‍্যা কর্মকর্তাবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.