কবি সাহিত্যিক প্রমথ চৌধুরীর

0 310

জয়নব হাসার ইথার

কবি প্রমথ চৌধুরী ৭ আগষ্ট ১৮৬৮ সালে জন্মগ্রহন করেন। তার পৈতৃক নিবাস ছিলো বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে।
তার ছদ্মনাম ছিলো বীরবল।
পাবনা জেলা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক অঞ্চল এটি রাজশাহী বিভাগের একটি জেলা৷
তবে কবি প্রমথ চৌধুরী কলকাতা হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ(অনার্স) দর্শন ১৮৯০সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে প্রথম শ্রেনিতে এম এ ডিগ্রি পরে তারপর ব্যারিস্টারি পরতে বিলেত যান তারপর সেখান থেকে ফিরে এসে ব্যারিস্টারে যোগাদান না করে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন।
তিনি মাসিক পত্রিকা সবুজপত্র ও বিশ্বভারতী তে সম্পাদনা করেন।তিনি পেশায় অধ্যাপক, কবি, লেখক ছিলেন।
তার রচনাসমগ্র
প্রবন্ধঃ তেল-নুন-লকড়ী, বীরবলের হালখাতা, নানা কথা, আমাদের শিক্ষা, নানা চর্চা
গল্পঃ চার-ইয়ারী-কথা, আহুতি
নীল লোহিত
কাব্যঃ পদাচরন

রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথের কন্যা ইন্দিরা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়
তিনি ১৯৪৬ সালে২ সেপ্টেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

Leave A Reply

Your email address will not be published.