আজ দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ

0 223

আজ ১০ ই জুন বৃহস্পতিবার এলো সে সূর্য গ্রহণের দিন। এটা ২০২১ সালের প্রথম সূর্য গ্রহণ । সূর্যগ্রহণ বিরল ঘটনা । সূর্য গ্রহণের ১৮ বছরে একবার হয় । এবারের বিশেষ আকর্ষণ রিং অফ ফায়ার ।

২০২১ সালের প্রথম সূর্য গ্রহণের অপেক্ষায় গোটা দেশ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই গ্রহণের দিকে তাকিয়ে রয়েছেন মানুষ । গ্রহণ ঘিরে যেমন জ্যোতির্বিজ্ঞানীদের নজর রয়েছে তেমনি রয়েছে জ্যোতিষবিদদের । এরই মাঝে বাংলাদেশ থেকে গ্রহণ দেখা যাবে কিনা তা একটু জেনে নেওয়া যাক।

এবারের গ্রহণ এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে দেখা যাবে রিং অফ ফায়ার। বিশ্বের একাধিক দেশ দেখতে পাবে এ রিং অফ ফায়ার। সূর্যের এই বলয় বা sun of helo নিয়ে বিশ্ব জুড়ে রয়েছে বিভিন্ন কৌতুহল।

আজ বাংলাদেশ সময় তিনটা বিশ মিনিটে এই সূর্য গ্রহন শুরু হবে প্রসঙ্গত ভারতের সূর্যাস্তের কয়েক মিনিটের আগে অরুণাচল প্রদেশ লাদাখ স্থান অরুণাচল অঞ্চল থেকে কিছু অংশ দেখা যেতে পারে। তার মানে বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখার কোনো সম্ভাবনা নেই।

Leave A Reply

Your email address will not be published.