রাউজানে ‘ঋণ পরিশোধে’ ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যা

0 254

 

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজানে বিষপান করে সঞ্জিত বড়ুয়া (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নতুনহাট ফতেনগর ৭ নম্বর ওয়ার্ডের মৃত হীরেন্দ্র লাল বড়ুয়ার ছেলে।

মৃত সঞ্জিতের পরিবারের দাবি- বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে । সেগুলো পরিশোধ করতে গিয়ে আরও ধার-দেনা করেন। তা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে বিষপানে আত্মহত্যা করেন তিনি।

শুক্রবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে বিষপাণ করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে রাউজান এলাকা থেকে বিষপান করা এক ব্যক্তিকে হাসপাতালে আনেন স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.