চীনের ৬ লাখ টিকা আসছে আগামী রোববার

0 229

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়। গত ১২ মে চীনের প্রথম পর্যায়ের টিকা আসে। এবার দ্বিতীয় দফা আবারো টিকা আসছে।

করোনা মহামারির এমন পরিস্থিতিতে চীনের দেয়া উপহারের দ্বিতীয় চালান আসছে বাংলাদেশে। সিনোফার্মের ৬ লাখ উপহারের টিকার দ্বিতীয় চালান এখন ঢাকার পথে। ইতোমধ্যেই এই টিকা বেইজিং এয়ারপোর্টে পৌঁছেছে। আগামী রোববার (১৩ জুন) ঢাকায় পৌঁছাবে।

উপহারের দ্বিতীয় কিস্তির টিকা নিয়ে এসব তথ্য জানিয়ে গত শুক্রবার (১১ জুন) সকালে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের উপ রাষ্ট্রদূত হ্যালং ইয়ান। টিকা পরিবহন ও মজুতের তিনটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘৬ লাখ টিকা প্রস্তুত। ১৩ জুন (রোববার) তা বাংলাদেশে পৌঁছাবে।’

Leave A Reply

Your email address will not be published.