নারায়ণগঞ্জে ক্যান্ডিডেটমাস্টার নীড় অপরাজিত চ্যাম্পিয়ন

0 193

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ চেস একাডেমির উদ্যোগে নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক র‌্যাপিড দাবা টুর্নামেন্টে নারায়ণগঞ্জের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন স্বর্নাভো চৌধুরী। ৫.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে মো. আবু হানিফ, অনত চৌধুরী, তাহমিদুল হক, মো. নাসিরউদ্দিন ও তৌহিদুল ইসলাম শিলু।

এছাড়া ক্যাটাগরিভিত্তিক ও সেরা ননরেটেড খেলোয়াড়রাও পুরস্কার পেয়েছে। বিজয়ীদের নগদ ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৭৪ জন অংশগ্রহণকারী সকল দাবাড়–দের শুভেচ্ছাস্বরুপ বই উপহার দেয়া হয়। টুর্নামেন্টে শেষে নারায়ণগঞ্জ সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ব দাবা সংস্থা এশিয়ান জোন সভাপতি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। এর আগে টুর্নামেন্ট উদ্বোধন করেন দুই গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব।

Leave A Reply

Your email address will not be published.