ফররুখ মূল্যায়ন প্রসঙ্গে

0 286

ফররুখ আহমেদ যে আধুনিক বাংলা সাহিত্যের একজন বড় কবি, আদর্শবান কবি, সেটা তাঁর বিশ্বাসের যারা বিরোধী, তারাও অস্বীকার করেন না। সাথে তাঁর ব্যক্তিগত সততা, সাহিত্যিক সততা, সর্বোপরি সেই সততা সুরক্ষায় তাঁর যে সাহস, সেটাকেও তাঁরা সালাম ও সম্মান করেন।

কিন্তু ব্যক্তিগত সততা ও সাহসকে সম্মান করা, আর তাঁর সৃষ্টিকর্মকে তথা সাহিত্যকে সম্মান করা আলাদা জিনিস। সাহিত্যকে সম্মান করা বলতে বোঝাতে চাইছি তাঁর সাহিত্যকে মূল্যায়ন করা। কিন্তু দুঃখজনক ও দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, তাঁর সাহিত্যের সত্যিকার মূল্যায়ন এখনো হয়নি। অর্থাৎ যতটুকু মূল্যায়ন হওয়া উচিত ছিলো, ততটুকু হয়নি।

এই মূল্যায়ন না হওয়ার অনেকগুলো কারণের একটি এই যে, সামাজিক ক্ষেত্রের মতো সাহিত্য ক্ষেত্রেও এখনো এখনে উপনিবেশের ভূত রয়ে গেছে। এখানে সাহিত্য বিচার করা হয় ইউরোপীয় মানদণ্ডকে মাথায় রেখে। প্রাচ্যেরও যে একটা মানদণ্ড আছে, বিচারের ক্ষেত্রে সেটা কেউ মনে রাখেনা কিংবা মানেনা। ইউরোপ তথা পশ্চিমা পৃথিবী সাহিত্য বিচারের ক্ষেত্রে সবসময় একচোখা। অনেকটা একচোখা দৈত্যের মতো। তারা মডার্নিটি দেখে, মরালিটি দেখেনা। ফলে ‘মানদন্ড’-এর ‘মান’ আর থাকেনা, ‘দন্ড’-টাই কেবল থেকে যায় বিচারহীনতার সাক্ষী হিসেবে। যে যা-ই বলুক, বিচারে যদি ভারসাম্য না থাকে, মরালিটিকে বাদ দিয়ে মডার্নিটিকে প্রাধান্য প্রদান করা হয়, তখন তা আর বিচার থাকেনা, হয়ে যায় বিকার ও বেকার।

বিচারের ক্ষেত্রে যে ভারসাম্যের কথা উপরে উল্লেখ করেছি, আমার বিশ্বাস, সে ভারসাম্য রক্ষা করতে পারলে ফররুখ সাহিত্যের সত্যিকার বিচার বা মূল্যায়ন একদিন হবে। তখন কেবল ভক্তির মাপকাঠিতে নয়, মূল্যায়নের মাপকাঠিতেও ফররুখ একজন সত্যিকার বড় কবি বা প্রতিভা হিসেবে প্রতিভাত হবেন।

লেখক- মুহাম্মদ নিযামুদ্দীন, কবি ও প্রাবন্ধিক।

Leave A Reply

Your email address will not be published.